Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সমাজের ‘নর্ড স্ট্রিম পাইপলাইন’ বিস্ফোরণ তদন্তের অধিকার আছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৪ পিএম

আন্তর্জাতিক সমাজের ‘নর্ড স্ট্রিম পাইপলাইন’ বিস্ফোরণ তদন্তের অধিকার আছে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

ওয়াং ওয়েন বিন বলেন, নর্ড স্ট্রিম পাইপলাইন ইউরোপের জ্বালানির লাইফ-লাইন হিসেবে চিহ্নিত। এ বিস্ফোরণের ঘটনা বিশ্বের জ্বালানি বাজার ও প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনায় ইউরোপে শীতকালীন আতঙ্ক দেখা গেছে। তাই এর বস্তুনিষ্ঠ ও পেশাদার তদন্ত খুব প্রয়োজন। তবে আশ্চর্যের বিষয় হলো, মার্কিন সরকার ও গণমাধ্যম এ ঘটনায় অস্বাভাবিক নীরবতা পালন করেছে। সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলো চিন্তিত হয়ে আছে। এ আচরণে বোঝা যায়, নর্ড স্ট্রিম বিস্ফোরণের ঘটনা খুব জটিল।

এদিকে, মার্কিন বিখ্যাত তদন্তকারী সাংবাদিক সেইমোর এম হার্স এ ঘটনার তথ্য ফাঁস করেছেন। সম্প্রতি অনেক তথ্য তার কথাগুলো প্রমাণ করেছে।

মার্কিন সাংবাদিক ওন তৌগানকে দেয়া এক ইমেইলে বলা হয়, গত জুন মাসে ন্যাটোর ‘বাল্টিক অভিযান-২০২২’ সামরিক মহড়া চলাকালীন, গভীর সমুদ্রে মার্কিন ডুবুরিদের একটি দল কিছু বাক্স নিয়ে ছয় ঘণ্টা ধরে গভীর সাগরে ডুব দিয়েছিল। সূত্র: গ্লোবাল টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নর্ড স্ট্রিম পাইপলাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ