মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন যে, এটি নিশ্চিত হয়েছে যে, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না। ভিডিও লিঙ্কের মাধ্যমে লাহোরে তার বাসভবন থেকে সরাসরি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়া তার সরকারের পতন ঘটানোর কথা স্বীকার করেছেন। ইমরান খান বলেছেন যে, পিটিআই সরকার পতনের বিষয়ে সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি সম্পর্কে জানার পর তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ‘তার আমলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তৎকালীন সেনাপ্রধান নিয়ন্ত্রিত ছিল এবং আমিই ছিলাম যে, সব ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছিল’।
তিনি আরো বলেন, সাবেক সেনাপ্রধান একজন মহারাজা ছিলেন কারণ তার উচ্চতর ক্ষমতা ছিল। পিটিআই প্রধান অভিযোগ করেছেন যে, বর্তমান শাসকেরা তাকে আবার ক্ষমতায় আসা থেকে ঠেকাতে সবরকমের বিকল্প পথ ব্যবহার করছে। তিনি দাবি করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা ও কারাদন্ডসহ কয়েকটি ষড়যন্ত্র প্রস্তাব করেছেন। পিটিআই প্রধান বলেন, ক্ষমতাসীন রাজনীতিকরা স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে। তিনি বলেন, সংবিধান রক্ষায় বিচার বিভাগ তার ভ‚মিকা পালন করবে বলে গোটা জাতি আশাবাদী; ভুল সিদ্ধান্ত নিলে দেশের ক্ষতি হবে। সূত্র : ফ্রাইডে টাইম্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।