Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে উৎখাতের কথা স্বীকার বাজওয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন যে, এটি নিশ্চিত হয়েছে যে, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না। ভিডিও লিঙ্কের মাধ্যমে লাহোরে তার বাসভবন থেকে সরাসরি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়া তার সরকারের পতন ঘটানোর কথা স্বীকার করেছেন। ইমরান খান বলেছেন যে, পিটিআই সরকার পতনের বিষয়ে সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি সম্পর্কে জানার পর তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ‘তার আমলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তৎকালীন সেনাপ্রধান নিয়ন্ত্রিত ছিল এবং আমিই ছিলাম যে, সব ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছিল’।

তিনি আরো বলেন, সাবেক সেনাপ্রধান একজন মহারাজা ছিলেন কারণ তার উচ্চতর ক্ষমতা ছিল। পিটিআই প্রধান অভিযোগ করেছেন যে, বর্তমান শাসকেরা তাকে আবার ক্ষমতায় আসা থেকে ঠেকাতে সবরকমের বিকল্প পথ ব্যবহার করছে। তিনি দাবি করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা ও কারাদন্ডসহ কয়েকটি ষড়যন্ত্র প্রস্তাব করেছেন। পিটিআই প্রধান বলেন, ক্ষমতাসীন রাজনীতিকরা স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে। তিনি বলেন, সংবিধান রক্ষায় বিচার বিভাগ তার ভ‚মিকা পালন করবে বলে গোটা জাতি আশাবাদী; ভুল সিদ্ধান্ত নিলে দেশের ক্ষতি হবে। সূত্র : ফ্রাইডে টাইম্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ