Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক‌কে ২ হাজার তাঁবু পা‌ঠালো বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩২ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক‌কে ২ হাজার তাঁবু পা‌ঠি‌য়ে‌ছে বাংলা‌দেশ। দেশ‌টির চা‌হিদা অনুযায়ী আরও ৮ হাজার তাঁবু পাঠা‌বে বাংলা‌দেশ।

সোমবার (১৩ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক পো‌স্টে এসব তথ‌্য জানান। প্রতিমন্ত্রী জানান, তুরস্কের চাহিদা অনুযায়ী তাদের একটি বিশেষ কার্গো বিমানে ২ হাজার তাঁবু পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮ হাজার তাঁবু পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, গত ৯ ফেব্রুয়া‌রি ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত তুরস্ক জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সহায়তা চায়। গত ৬ ফেব্রুয়া‌রি তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাঁবু পা‌ঠালো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ