বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৭ ঘন্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এসময় মাঝ পদ্মায় ৮টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি নোঙ্গর করে রাখা হয়। ফলে ঘাট এলাকায় দূরপাল্লার ১৫টি নৈশকোচসহ ২ শতাধিক যানবাহন আটকে পড়ে দীর্ঘ লাইনের সৃষ্ঠি হয়। এসময় প্রচÐশীতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কূয়াশার প্রকোপ কমলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিক ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ঘাট এলাকায় এখনো পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে দেড় শতাধিক যানবাহন।
বিআইডবিøউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাত থেকেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে কূয়াশার প্রকোপ বাড়তে শুরু করে। ভোররাত সাড়ে ৩টার দিক কূয়াশার প্রকোপ তীব্র আকার ধারণ করলে এসময় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ঠ হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় ৮টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি নোঙর করে রাখা হয়। এসময় ঘাট এলাকায় অন্তত ১৫টি নৈশকোচসহ ২ শতাধিক যানবাহন আটকে পড়ে। এসময় মাঝ পদ্মায় ও ঘাট এলাকায় আটকে পড়ে প্রচÐশীতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিক কূয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডবিøউটিসি কাওড়াকান্দি ঘাট সহকারী ম্যানেজার মো. আ. মোমিন বলেন, ঘনক‚য়াশার মধ্যে ফেরি চলাচল সম্ভব নয় তাই ফেরি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। সকালে ফেরি চলাচল শুরু হয়েছে। আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।