Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল’র পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৯ পিএম

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শনিবার দুপুর বারোটায় বিজিবির এক প্রেস নোটে বলা হয়, রাত ১ টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি নিশ্চিত করেন॥

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী গ্রামের সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর ১১৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সজলের মোড় নামক স্থান দিয়ে স্বর্নের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কালো রং এর একটি পোটলা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৩৮ গ্রাম বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

উল্লেখ্য গত ২০২২ সাল থেকে চলতি মাস পর্যন্ত সময়ে ২৩ টি চালানে মোট ৬৬ কেজি স্বর্ন আটক করেছে বিজিবি। যার বাজার মুল্য ৪৯ কোটি টাকা। এ সময়ে ২৩ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ