Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতির কারণে সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতালান রাজধানী বার্সেলোনা। বামপন্থী মেয়র আদা কোলাউ বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তেল আবিব ও গাজার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক প্রায় ২৫ বছর পুরনো। ইসরাইলি ও ফিলিস্তিনি শহর দুটির সঙ্গে বার্সেলোনার টুইন সিটির সম্পর্ক ছিল। বার্সেলোনার মেয়র বলেছেন, ইসরাইল যত দিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লংঘন বন্ধ না করবে তত দিন এই সম্পর্ক ছিন্ন থাকবে। তিনি বলেন, ইসরাইল এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বার্সেলোনার মেয়র জোর দিয়ে বলেছেন, এই বয়কট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরাইলি বা ফিলিস্তিনি জনগণের ওপর কার্যকর হবে না। ১০০টি গোষ্ঠী ও ৪ হাজারের বেশি নাগরিক ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। এরপর আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে জড়িত না করা বার্সেলোনার সিটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন মেয়র। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনার বামপন্থী জোট সরকারেও বিরোধ দেখা দিয়েছে। স্পেন সরকার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আল-জাজিরা।



 

Show all comments
  • Áśhrąfųl Íşląm ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ এএম says : 0
    Good news
    Total Reply(0) Reply
  • Imam NG Studen ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৭ এএম says : 0
    অনেক কষ্টের্ মাঝে ও একটু শান্তির খবর। আলহামদুলিল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mirza Azizul Haque ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৭ এএম says : 0
    আল্লাহ ছাড় দেয়। কিন্তু ছেড়ে দেয় না। ইহুদীদের বিচার আল্লাহ একদিন করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ