Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় তুলাই বেশি আমদানি করছে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভারতীয় তুলাই বেশি আমদানি করছে বাংলাদেশ। ২০১৫ সালের শেষের দিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান পূর্বাভাস দেয় যে, তুলা আমদানির শীর্ষ দেশ চীনকে ছাড়িয়ে শিগগিরই সেই জায়গা দখল করবে বাংলাদেশ। দেশে স্পিনিং মিলের সংখ্যা বাড়তে থাকায় তুলার চাহিদা দিন দিন বাড়ছে। পক্ষান্তরে চীন তৈরি পোশাকের তুলনায় বৈদ্যুতিক যন্ত্র তৈরি ও রপ্তানিতে বেশি গুরুত্ব দেয়ায় তাদের তুলার আমদানি কমেছে। আর তুলার চাহিদার এই বিপরীত বাস্তবতার কারণেই এই বছরের প্রথমার্ধে ভারতের তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে পৌঁছেছে বাংলাদেশ। ভারত সরকারের তথ্যের বরাত দিয়ে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, চলতি ২০১৬ সালের (ভারতের অর্থবছর) প্রথমার্ধে ভারত চীনে ৪১ কোটি ৬১ লাখ ডলারের তুলা রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ৬১ কোটি ৩১ লাখ ডলারের তুলা। ভারত বলছে, ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় তুলা আমদানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ। অথচ ২০১১-১২ সালে চীন ভারত থেকে বাংলাদেশের ৪ গুণ বেশি তুলা আমদানি করত। এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের তথ্যমতে, বিশ্ব বাজার থেকে ২০১২ সালে ৭ লাখ টন তুলা আমদানি করে বাংলাদেশ। কিন্তু ২০১৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে এর পরিমাণ বেড়ে হয়েছে ১২ লাখ টন। বিপরীতে এ সময়ে চীনের তুলা আমদানি ৫৩ লাখ টন থেকে কমে ১৩ লাখ টনে নামে। বর্তমানে ভারত থেকে মোট তুলার ৪০ শতাংশ আমদানি করে বাংলাদেশ। এছাড়া মধ্য এশিয়া থেকে ২০-২২ শতাংশ, আফ্রিকা থেকে ১৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ৭ শতাংশ আমদানি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ