Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিক্স জোটের সহযোগিতার সুষ্ঠু প্রবণতা দেখা যাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৭ পিএম

ব্রিক্স সহযোগিতার সুষ্ঠু উন্নয়ন প্রবণতা দেখা যাচ্ছে; সংস্থাটি ইতোমধ্যে আন্তর্জাতিক ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়েছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক কাঠামোর বড় পরিবর্তনের প্রেক্ষাপটে ব্রিক্স সহযোগিতা সৃষ্টি হয়েছে। এখন সংস্থাটি আন্তর্জাতিক মঞ্চের একটি গুরুত্বপূর্ণ শক্তি। গেল বছর চীন ব্রিক্সের চেয়ারম্যান দেশ হিসেবে সুষ্ঠুভাবে ব্রিক্সের ১৪তম শীর্ষবৈঠক আয়োজন করে। ব্রিক্সের ‘চীন বর্ষে’ মোট ৩০টি ক্ষেত্রে ১৬০টিরও বেশি সম্মেলন ও কার্যক্রম আয়োজন করা হয়।

মাও নিং বলেন, ব্রিক্সের ১৪তম শীর্ষবৈঠকে প্রকাশিত ‘বেইজিং ঘোষণায়’ স্পষ্টভাবে বলা হয়েছে, চীন অব্যাহতভাবে সহনশীল, সহযোগিতামূলক ও উভয় কল্যাণের ব্রিক্স চেতনায় সদস্য দেশগুলোর সঙ্গে অন্যান্য নতুন বাজার রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করবে, আলোচনার ভিত্তিতে যৌথভাবে ব্রিক্সের সম্প্রসারণ করবে।

মাও নিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্রিক্স দেশগুলো অর্থ ও মুদ্রা খাতে সক্রিয়ভাবে বিনিময় ও সহযোগিতা করেছে এবং সক্রিয় অগ্রগতি অর্জন করেছে। যা সদস্য দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় আরো সুবিধাজনক করবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার জোরদার করবে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুষ্ঠু প্রবণতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ