পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লি. এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর মধ্যে বিইএফটিএন এর মাধ্যমে কালেকশন এবং পেমেন্ট সংক্রান্ত এক সমঝোতা চুাক্ত স্বাক্ষরিত হয়েছে। গতকাল ঢাকাস্থ মিডল্যান্ড ব্যাংক এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কো. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসানুল ইসলাম টিটু এবং মিডল্যান্ড ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে মিডল্যান্ড ব্যাংক লি. বিইএফটিএন এর মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কে ইন্স্যুরেন্স পেমেন্ট এবং কালেকশন সুবিধা প্রদান করবে।
উক্ত চুক্তি স্বাক্ষার অনুষ্ঠানে সন্ধানী লাইফ ফ্যাইন্যান্স লি.-এর চেয়ারম্যান কর্নেল ওয়াইস হুদা, পিএসসি (অব.), ব্যবস্থাপনা পরিচালক মো. ফারহান উদ্দিন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর ডিএমডি অমীয় কান্তি দাস গুপ্ত এবং নিমাই কুমার সাহা, সিনিয়র ডিজিএম মো. মাহাবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংক লি. এর ডিএমডি খন্দকার নাইমুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ. কাফী, হেড অব কর্পোরেট ব্যাংকিং মো. জাহিদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।