Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভার্ড ভ্যান থেকে রপ্তানির গার্মেন্টস পণ্য চুরির গডফাদারসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ পিএম

ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য চুরিসহ গত দেড় যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় প্রায় দুইশ কাভার্ড ভ্যান থেকে শত শত কোটি টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরির সংঘবদ্ধ চক্রের গডফাদারসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মূলহোতা হলো- শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দা।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান

তিনি জানান, শুক্রবার মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

এএসপি আনম ইমরান খান বলেন, শনিবার এ বিষয়ে (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ