Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাকমলে এগিয়ে লঙ্কানরা

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রায় চার যুগ পর পোর্ট এলিজাবেথে উদ্বোধনী জুটিতে একশোর্ধো রান পেল দক্ষিণ আফ্রিকা। এরপরও ফাফ ডু প্লেসিস বাহিনীকে সুভিধাজনক অবস্থানে থাকতে দেননি শ্রীলঙ্কার বোলাররা। প্রথম দিনে প্রটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৭।
একবিংশ শতাব্দিতে এই মাঠে কোন পঞ্চাশোর্ধো উদ্বোধনী জুটিই নেই। সেই গেরো কাটান স্টিফেন কুক (৫৯) ও ডেন এলগার (৪৫) উদ্বোধনী জুটিতে ১০৪ রান করে। এরপরই ঘোঁচে লঙ্কান বোলারদের অপেক্ষার পালা। মাত্র এক রানের ব্যবধানে দুজনকেই উইকেটের পিছনে দিনেশ চান্দিমালের ক্যাচে পরিণত করে ফেরান সুরাঙ্গা লাকমল। জেপি ডুমিনির সাথে ৭৩ রানের জুটির পর লাকমলেরই বলে একইভাবে ফেরেন হাশিম আমলাও। ১২ রানের ব্যবধানে ডুমিনি (৬৩) ও টিম্বা বাভুমাকে (৩) ফিরিয়ে লাকমলের সাথে যোগ দেন রঙ্গনা হেরাথ। দিনের শেষভাগে অধিনায়ক ডু প্লেসিকে (৩৭) ফিরিয়ে দিনটা পুরোপুরি নিজেদের করে নেন লাকমল। ব্যাটে আছেন কুন্টন ডি কক (২৫*) ও ভারনন ফিলেন্ডার (৬*)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লঙ্কানরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ