Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে মসজিদে হামলার ঘটনায় ২৩ সন্দেহভাজনকে আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০২ এএম | আপডেট : ১১:১৯ এএম, ২ ফেব্রুয়ারি, ২০২৩

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে হামলার ঘটনায় ২৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রদেশটির পুলিশ কর্মকর্তারাও। খবর বার্তা সংস্থা এপির।
খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ জানিয়েছে, অভ্যন্তরীণ কারো সহযোগিতা ছাড়া এমন স্পর্শকাতর এলাকায় হামলা চালানো সম্ভব নয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থেই আটক করা হয়েছে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। এখনো সাঁড়াশি অভিযান চলছে।
বুধবার পেশোয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশ ও এলিট ফোর্সের সদস্যরা। শ্লোগানে উঠে আসে সন্ত্রাসীদের প্রতি চ্যালেঞ্জ। তারা জানান, প্রদেশ ও বাহিনীর নিরাপত্তায় তারা প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু সন্ত্রাসমুক্ত করে ছাড়বেন পেশোয়ারকে।
গেল সোমবার শহরটির মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১০১ জনের। আরও ২২৫ মুসল্লি সেই হামলায় আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ