Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে ট্রাকও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৭:৪৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় জুহান নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউপির মধুপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের হাটশিরা বাজার সংলগ্ন মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জুহান ময়মনসিংহ সদর উপজেলার পুলিশ লাইন কাশর মহল্লার মৃত রহমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাস্তার ওপর একটি মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
নান্দাইল মডেল থানার এসআই আ. কাদির জানান, জুহান মোটরসাইকেল চালিয়ে মধুপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একটি ট্রাক বিপরীত দিক থেকে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক নিহত হন। এ ঘটনায় ট্রাক চালক নূরুল ইসলামকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ