Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেশোয়ারে মসজিদে হামলা : নিহত বেড়ে ৮৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পিএম

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, সারা রাত ধরেই মরদেহ আনা হয় হাসপাতালে। এ নিয়ে সোমবারের বিস্ফোরণে ৮৩ জনের নিহতের খবর পাওয়া গেল। এ ছাড়া আহত দেড় শতাধিক মানুষ।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা পড়ে থাকায় মসজিদের ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে। শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি রয়েছে। আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণ কবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন।
পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যারা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পরপরই হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ শরিফ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এদিকে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ