মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও পাকিস্তান। এ মহড়ায় বিভিন্ন সামরিক কৌশল নিয়ে অনুশীলন হবে। এ যৌথ সামরিক মহড়ায় তুরস্ক ও পাকিস্তানের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা অংশ নিয়েছে।
মঙ্গলবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে জানা গেছে যে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স এক বিবৃতিতে বলেছে, উদ্বোধনী অনুষ্ঠানে উভয় দেশের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সোমবার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘তুর্কি স্পেশাল ফোর্স এবং পাকিস্তান স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) সৈন্যরা মহড়ায় অংশ নিচ্ছে। দুই সপ্তাহব্যাপী ১২তম আতাতুর্ক-২০২৩ যৌথ সামরিক মহড়ার লক্ষ্য হলো উগ্রবাদবিরোধী কৌশল বাড়ানো।’
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, ‘কোনো বাড়ি বা কম্পাউন্ডকে উগ্রবাদী মুক্ত করা, কোনো গুহার কম্পাউন্ডকে উগ্রবাদীদের হাত থেকে রক্ষা করা, সেনাদের স্নাইপার প্রশিক্ষণ, কাউন্টার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রশিক্ষণ এবং যুদ্ধের সময় চিকিৎসা সেবার ওপর গুরুত্ব দিয়ে এ সামরিক অনুশীলন করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এই সামরিক মহড়া দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে চলেছে।’ সূত্র : ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।