Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা কবলিত অকল্যান্ডে মুষলধারে বৃষ্টি অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম

নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড বৃষ্টিপাতের মধ্যে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি জানিয়েছে, আর্থিক ক্ষতি বিবেচনায় এটি অকল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে।

হড়কা বান ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। অকল্যান্ড ও আরো দক্ষিণে ওয়াইটোমো অঞ্চলে ঘোষিত জরুরি অবস্থা জারি রয়েছে।
রয়টার্স জানিয়েছে, অকল্যান্ড বিমানবন্দর থেকে সকল ফ্লাইট চলাচল হয় দেরিতে হচ্ছে, কিংবা সূচি বাতিল করা হচ্ছে। নগরীর আশপাশের সমুদ্র সৈকতগুলো বন্ধ রাখা হয়েছে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, অকল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় বহু সংখ্যক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূমিধসেও ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেছেন, বর্তমানে অন্তত ৩৫০ জন মানুষের জরুরি আশ্রয় দরকার। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইতোমধ্যেই বন্যাকবলিত অকল্যান্ডে মঙ্গলবার রাতে আবারো মুষলধারে বৃষ্টি হতে পারে। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অকল্যান্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ