Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে ইসরাইলিরা

জানুয়ারিতে ইসরাইল ৩২ ফিলিস্তিনির প্রাণ নিল জানুয়ারিতে ইসরাইল ৩২ ফিলিস্তিনির প্রাণ নিল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জানুয়ারি মাসে ৩২ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে। এর আগে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হন। সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরই বেড়েছে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা। এদিকে ইসরাইলের বেসামরিক নাগরিকদের কাছেও অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশটির মন্ত্রপরিষদের সঙ্গে এক বৈঠকের পর এমন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরাইলে নতুন বসতি স্থাপনেও কাজ করবে তার সরকার। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও জানান তিনি। প্রসঙ্গত, জেনিনে দীর্ঘদিন ধরে কোনো অভিযান চালায়নি ইসরাইল। এবার সেখানে অভিযান শুরু করেছে দেশটি। এছাড়া, ইসরাইলের বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা নেয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির জনগণ। শনিবার সন্ধ্যায় হাজার হাজার ইসরাইলি কয়েকটি শহরে সমাবেশ করেছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবের মূল বিক্ষোভে লক্ষাধিক ইসরাইলি অংশ নিয়েছে। অন্যান্য শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। এ নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়াল। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বলেছেন এই সংস্কারের ফলে আদালত দুর্বল হয়ে পড়বে এবং ক্ষমতাসীন জোট সীমাহীন ক্ষমতার অধিকারী হবে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার বলেছে যে বিচার ব্যবস্থার লাগাম টেনে ধরতে সংস্কারগুলো প্রয়োজন। কারণ সাম্প্রতিক দশকগুলোতে বিচার ব্যবস্থা ‘খুব শক্তিশালী’ হয়ে উঠেছে। তারা আরো বলেন, সুপ্রিম কোর্ট প্রায়ই রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করে যা সংসদ দ্বারা নির্ধারিত হওয়া উচিত। নেতানিয়াহু এবং তার জোটের অংশীদাররা বলেছে যে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সংস্কারের জন্য চাপ অব্যাহত রাখবে তারা। মুসলিম মিরর এ খবর দিয়েছে। অপরদিকে, আল-জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনিদের দমাতে ইহুদিদের সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর এ কথা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার। ইসরাইলের উগ্র এ প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলিদের জন্য নতুন বসতি স্থাপনে কাজ করবে তার সরকার। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর পর ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। জানুয়ারি মাসে ৩২ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে। এর আগে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হন। মুসলিম মিরর, আল-জাজিরা।



 

Show all comments
  • Hasan ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২৯ এএম says : 0
    ফিলিস্তিন ও ঈসরাইল বিষয় নিয়ে একটা সমাধান হওয়া দরকার। আশা করি এ বিষয় নিয়ে বিশ্বের ক্ষমতাবানরা দেখবেন
    Total Reply(0) Reply
  • Tutul ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২৭ এএম says : 0
    ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে যেভাবে ঈসরাইলবাহিনী হত্যা চালাচ্ছ তার বিচার একদিন ঠিকই হবে।
    Total Reply(0) Reply
  • মর্মভেদী ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২৩ এএম says : 0
    বেনিয়ামিন নেতানিয়াহু একজন খুনি প্রধানমন্ত্রী। উনি ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিনবাসীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাকে ঈসরাইলবাসী ক্ষমতায় দেখতে চান না। যার ফলে চলে এ বিক্ষোভ
    Total Reply(0) Reply
  • aman ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:২৬ এএম says : 0
    ঈসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছি। সে সাথে তার আমলে যতগুলো খুন ও হত্যাযজ্ঞ হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ