Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফরিদগঞ্জের খাঁড়খাদিয়া সপ্রাবির শতবর্ষ উদযাপন

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর বালিথুবা (পশ্চিম) ইউনিয়নস্থ ৪ নম্বর খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন  মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী। শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহŸায়ক সৈয়দ মো: সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাছিমা বেগম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ড. এ বি এম শাহজালাল, ঢাকা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ড. মো: শহীদ হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ফরিদগঞ্জ উপজেলা  শিক্ষা অফিসার মো: ফরিদ উদ্দীন আহাম্মদ ও ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির  সদস্য সচিব মো: জসিম উদ্দিন শেখ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ