Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জের ১৪ ইউনিয়ন প্রধান দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা

ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ২টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৩১টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার র‌্যাব বিজিবি পুলিশ এবং গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়ে ৯ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ২টি মোবাইল টিম ছাড়াও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে নির্বাচনী এলাকায়। নির্বাচন কমিশন ভোটগ্রহণের সকল কাগজপত্রাদি, প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগসহ ইতোমধ্যেই সকল কাজ সম্পন্ন করেছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টি পর্যন্ত একাটানা ২ লক্ষ ৫২ হাজার ৮ শত ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৬৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৪ জন চেয়ারম্যান, ১০৭ জন সংরক্ষিত নারী সদস্যের মধ্যে ৪২ জন নারী সদস্য এবং ৪৮০ জন জনসাধারণ সদস্যের মধ্যে ১২৬ জনকে নির্বাচিত করবে। এদিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় অর্ধশত বছরের কুসংস্কার ধরে রেখে এবারো প্রায় ৯ হাজার নারী ভোটাররা ভোট না দেয়ার সম্ভবনা বেশি রয়েছে। এদিকে নির্বাচনে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে হলেও বেশ কয়েকটি ইউনিয়নে উভয় দলের বিদ্রোহীরা এগিয়ে রয়েছেন। তাদের দাবি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে। সরেজমিন উপজেলার ১৪টি ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে, তাদের ভাষ্য অনুযায়ী দ্বিমুখী লড়াই ৬টিতে, ত্রিমুখী লড়াই ৪টিতে এবং চতুর্মুখী লড়াই ৪টি হবে। এরমধ্যে বালিথুবা পশ্চিমে আ.লীগ মনোনীত শফিকুর রহমান পাটওয়ারী (নৌকা), বিএনপি মনোনীত জসিম উদ্দিন স্বপন মিয়া (ধানের শীষ), সুবিদপুর পূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাও. শারাফত উল্যা (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বেলায়েত হোসেন (ধানের শীষ), গুপ্টি পূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গনি বাবুল পাটওয়ারী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী শাহাজাহান পাটওয়ারী (ধানের শীষ), চরদুঃখিয়া পশ্চিমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আব্দুল হাই (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির (ধানের শীষ), ও রূপসা দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইসকান্দার আলী (নৌকা) বিএনপি মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন খাঁন (ধানের শীষ) প্রার্থীদের মধ্যে এবং গোবিন্দপুর উত্তরে), আ.লীগ মনোনীত প্রার্থী সোহেল চৌধুরী (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু তাহের সরকার (আনারস) প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই হবে গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর দক্ষিণে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীর বাইরে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীর বাইরে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। এরা হলেন, গুপ্টি পশ্চিমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল আহাম্মদ (আনারস), পাইকপাড়া উত্তরে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের পাটওয়ারী (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীন প্রার্থী আলী আক্কাছ ভূঁইয়া (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী মহসিন পাটওয়ারী (মোটরসাইকেল) ও গোবিন্দপুর দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আ. হান্নান মিয়া (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী খাজা আহাম্মদ ভূঁইয়া (আনারস), চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন বাচ্চু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বাছির আহাম্মদ বেপারী (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন টেলু (চশমা)। চতুর্মুখী লড়াই হবে বালিথুবা পূর্ব, সুবিদপুর পশ্চিম, পাইকপাড়া দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়নে। এই ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি প্রার্থীর বাইরে উভয় দলের বিদ্রোহীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। এরা হলেন, বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জি এম হাসান তাবাচ্চুম (নৌকা), বিএনপি থেকে ৪ বারের নির্বাচিত এমপি আলমগীর হায়দার খানের সহোদার বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী শাহাদাত হোসেন নয়ন (চশমা), ইউনিয়ন আ.লীগের সাবেক সম্পাদক ও স্বতন্ত্রপ্রার্থী হারুন-অর-রশিদ (এইচ এম হারুণ) (আনারস), সুবিদপুর পশ্চিম ইউনিয়নে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স ম জসিম উদ্দিন আনসারি (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী আনোয়ার হোসেন মামুন মুন্সী (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী মহসিন হোসেন (ধানের শীষ) সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বাবুল চৌধুরী (চশমা), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শওকত আলী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী খাঁন (চশমা), রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক ফারুকী (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী ফজলুল কাদের মিলন (চশমা), জামায়াত নেতা স্বতন্ত্রপ্রার্থী মো. ইউনুছ (মোটরসাইকেল), বিএনপি মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন ভূঁইয়া (ধানের শীষ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদগঞ্জের ১৪ ইউনিয়ন প্রধান দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ