বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মো: শামসুল আলম খান : ‘মাইক্রোফোনের সামনে দাঁড়াই, তখন আমার চোখ-মুখ ঠকঠক করে কাঁপতে থাকে’ কবির এ কবিতা আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের হৃদয়-মন জয় করে নিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো: খলিলুর রহমান। বই মানুষকে বিচিত্রভাবে বাঁচতে শেখায় আর এ বাঁচার তাগিদেই বইয়ের কাছে যেতে হয় এ মন্ত্রও শেখালেন তিনি।
শনিবার বিকেলে ‘সমৃদ্ধ নগরীর জন্য বই’ শ্লোগান নিয়ে ময়মনসিংহ পৌরসভার আয়োজনে নগরীর টাউন হল মাঠে ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৃষ্টিশীল ও মননশীল চেতনার অধিকারী জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের আবৃত্তি ছুঁয়ে গেছে কাছের মানুষ থেকে দূরের মানুষকেও।
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আ’লীগ নেতা মো: ইকরামুল হক টিটুও বললেন, ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) একজন সৃজনশীল বইপ্রেমী মানুষ। তিনি একজন ভাল আবৃত্তিকার এ পরিচয় আমাদের জানা ছিল না। তার কবিতা আবৃত্তি আমাদের হৃদয়-মনকে আন্দোলিত করেছে। সুন্দর ও আলোকিত ময়মনসিংহ বিনির্মাণে তার প্রতিটি পদক্ষেপ ইতিবাচক।
এর আগেও ময়মনসিংহে চাকরি করে গেছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। সেই সময় ছিলেন ময়মনসিংহ কালেক্টরেটে। ওই সময় তিনি ময়মনসিংহ বইমেলার আয়োজন দেখেননি সংস্কৃতি নগরী ময়মনসিংহে। সেই কথা তুলে ধরে জেলা প্রশাসক (ডিসি) বলেন, বই মানুষের হৃদয়কে সুন্দর করে। জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ মানুষই পারে দেশকে সুন্দর করে গড়ে তুলতে।
জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গই বই, এ কথা তুলে ধরে তিনি বলেন, বই বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করে। যে কোন লেখা মুক্ত সংস্কৃতির বিকাশ ঘটায়। মানসম্মত বই কতগুলো আছে সেদিকটার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। উগ্র সা¤প্রদায়িকতায় পরিপূর্ণ বই গ্রহণ না করার বিষয়েও তিনি আহবান জানান।
বই মানুষের হৃদয়কে স্পর্শ করে জানিয়ে ডিসি বলেন, ময়মনসিংহ পৌরসভার আয়োজনে বই মেলা একটি অন্যতম ভাল উদ্যোগ। ময়মনসিংহ ইতিহাস-ঐতিহ্যের লীলাভূমি, সংস্কৃতির সূতিকাগার। অমরত্ব মানুষকে দিতে পারে না। কিন্তু একটি বই অমরত্ব দিতে পারে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থাগারের উপ-পরিচালক শহীদা সুলতানা, মেলা কমিটির পরিচালক সিহাব উদ্দিন ভূঁইয়া, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম।
এ মেলায় কাকলী প্রকাশনী, অন্বেষা প্রকাশন, পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেড, জিনিয়াস ব্রাদার্স, অঙ্কুর প্রকাশনীসহ প্রায় ৫০ টি খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল মেলায় ঠাঁই পেয়েছে।
সভাপতির বক্তৃতায় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, বই ধর্মীয় মূল্যবোধের চর্চা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বইয়ের বিকল্প নেই। বইই পারে সামাজিক অবক্ষয় রোধ করতে। এ সময় ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক শঙ্কর সাহা, জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাহানুর আলম শান্তসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।