পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঝিনাইদহ) জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনি কলে আখ মাড়াই বন্ধ রয়েছে, লোকসান আনুমানিক ৫০ লাখ টাকা। ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল থেকে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের চিনি উৎপাদনের বয়লার মেশিন নষ্ট হওয়ার কারণে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে । চাষিদের মিলে আখ সরবরাহ না দেয়ার জন্য উপজেলায় মাইকিং করে সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মিল কর্তৃপক্ষ। যার ফলে মিলের মাঠে রোদে পুড়ে নষ্ট হচ্ছে চাষিদের লাখ লাখ টাকা মূল্যের আখ। গত ১৭ ডিসেম্বর মিলটি মাড়াই উদ্ভোধন করা হয়। উদ্বোধন করার পর থেকে ৩ বার ব্রেক ডাউন যান্ত্রিক ত্রæটির কারণে মিলটির মাড়াই বন্ধ হয়ে যায়। যার ফলে মিলটি আনুমানিক অর্ধ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে। এ বছর আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদন করা হবে সাড়ে ৭ হাজার মেট্রিক টন। গত বছর ৪ হাজার ১২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। মিল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, ১৯৬৭-৬৮ সালে মিল চালু করা হয়। এ পর্যন্ত এটির লোকসান হয়েছে দেড়শ’ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।