Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ঢাকার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১০:০৩ এএম

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি দখলদার বাহিনী বৃদ্ধ নারী ও শিশুসহ ১০ জনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এতে বলা হয়, ফিলিস্তিনের ওপর বারবার ইসরায়েলি হামলায় বাংলাদেশ বেশ উদ্বিগ্ন। সেখানে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েলি সৈন্যরা। এ হামলা ফলে সারা বিশ্বের লাখো মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।

বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর জেরুজালেম, আল-আকসা মসজিদহ পবিত্র স্থানে হামলার নিন্দা জানায়। এ ধরনের হামলা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ঢাকা। একই সঙ্গে হামলায় আহত সাধারণ মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়।
পশ্চিম তীরের জেনিনে গত বছর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে এমন অভিযোগ তাদের।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।
বৃহস্পতিবার ১০ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।
২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার ১০ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।
২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিন্দা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ