পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্ক দূতাবাসের সামনে গত ২১ জানুয়ারি পবিত্র কোরআন পুড়িয়েছে একদল কট্টরপন্থী। আজ রোববার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ প্রকাশের কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে ধর্মগ্রন্থ পোড়ানোর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষের মূল্যবোধকে অসম্মান করার এই ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ মনে করে যার যার ধর্মচর্চার অধিকার যে কোনো পরিস্থিতিতে সমুন্নত রাখতে হবে, সম্মান জানাতে হবে।
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যে কোনো অবাঞ্ছিত ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।