Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশকোনায় আহত শিশু সাবিনার অবস্থা আশঙ্কাজনক

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর আশকোনায় নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণে আহত শিশু সাবিনার (৪) অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত শিশুটির বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন শিশুটির প্রথম দফার অপারেশন হয়েছে গত শনিবার রাতে। ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের চিকিসক ডা. মোস্তাক আহমেদ জানান, ‘স্পিøন্টারের আঘাতে সাবিনার পাকস্থলীতে পাঁচ-ছয়টি ফুটো হয়েছিল। তার বাম হাতও ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে কাটাছেড়া আছে।  গতকাল রোববার সকালে সাবিনা চিকিৎসকদের সাথে কিছু কথাও বলেছে উল্লেখ করে তিনি জানান, তার কাছ থেকে তথ্য জানার চাইতে তার সুস্থতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। বয়সের তুলনায় তার আঘাত খুব বেশি। তিনি আরো জানান, সাবিনার খোঁজ নিতে তার স্বজনদের মধ্যে কেউই যোগাযোগ করেনি।
ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আরেক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, শিশুটির বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে  পাঁচ-ছয়দিন সময় লাগবে। কর্তব্যরত ডাক্তার-নার্সের পরম মমতায় তার সেবা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আশকোনার সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের দিকে এক নারী জঙ্গি শিশু সাবিনার হাত ধরে বাসা থেকে বেরিয়েই তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই নারী জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাবিনা।
নারী জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন
বোমা বিস্ফোরণেই নিহত হয়েছে আশকোনার বাড়িতে সেই নারী জঙ্গি। তার পেট ও নিম্নাংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। তার দেহে বোমার অংশবিশেষ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল মর্গে নিহত জঙ্গি নারীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালের ফরেনসিক মেডিক্যাল বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ ময়না তদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্তের পর সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, বোমা বিস্ফোরণে ওই নারীর মৃত্যু হয়েছে। তার পেট ও নিম্নাংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। তার দেহে বোমার অংশবিশেষ পাওয়া গেছে। বোমার ধরণ দেখে এটি হাতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তার ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য চুল, থাই মাসল ও ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। পরীক্ষার জন্য এগুলো মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ