Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জুটি বাঁধছেন প্রীতি-শেবাগ?

জুটি | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টিভি পর্দায় প্রীতি জিনতার সফলতার কথা সবারই জানা। একই স্বপ্ন নিয়ে পা বাড়িয়েছিলেন উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে চেনেন না এমন ক্রীড়াপ্রেমী খুঁজে পাওয়া ভার। তবে এক্ষেত্রে সাবেক গøামারগার্লসের সফলতা বলতে ২০১৪ সালের রানার্স-আপ। এরপর টানা দুই মৌসুম পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে শেষ করতে হয়েছে টুর্নামেন্ট। এই অবস্থা থেকে বের হতে ইতোমধ্যে দলের কোচ সঞ্জয় বাঙ্গারকে ছেঁটে ফেলেছেন প্রীতি। নভেম্বরের শেষ সপ্তাহে পদত্যাগপত্র জমা দেন বাঙ্গার। পরশু তার অব্যহতির ব্যাপারটা নিশ্চিত করা হয়। তাহলে কে হচ্ছেন পাঞ্জাবের পরবর্তী কোচ? এই দৌঁড়ে সবার চেয়ে এগিয়ে ভারতের ব্যাটিং গ্রেট বীরেন্দ্র শেবাগ। শেষবারের মত এই দলেই ব্যাট হাতে দেখা গিয়েছিল তাকে। ২০১৪ সালের সেই দল উঠেছিল ফাইনালেও। এখন পর্যন্ত ওটাই আইপিএলে পাঞ্জাবের সর্বোচ্চ অর্জন। গেল বছর দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন শেবাগ। এবার সেখান থেকে সরাসরি কোচ হওয়ার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে ২০১৭ আইপিএলে ফুল-টাইম কোচ হিসেবে প্রীতির সাথে জুটি বাধবেন ‘ভিরু’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ:


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ