পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ফিলিস্তিন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা ইসরাইলকে জানিয়ে দিয়েছে সউদী আরব। তারা বলেছে, ফিলিস্তিনের সঙ্গে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সউদী আরব। দেশটির শীর্ষ কূটনীতিক প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব নেতাদের সামনে এ কথা বলেছেন। এ বিষয়ে সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার টুইট করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জেরুজালেমে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা করেন ইসরাইলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সউদী আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে কথা বলেন। এর জবাবে প্রিন্স ফয়সাল ওই সম্মেলনে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার মাধ্যমেই শুধু সম্পর্ক স্বাভাবিক হতে পারে এবং সত্যিকার স্থিতিশীলতা রক্ষা হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সউদী আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। কিন্তু ফিলিস্তিনি ভূমি বেআইনিভাবে দখল করে আছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল। এ জন্য ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বার বার অস্বীকৃতি জানিয়েছে সউদী আরব। ২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র আব্রাহাম একর্ড করে। এই চুক্তির ফলে সউদী আরবের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইলের সঙ্গে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।