গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নতুন বছরে পছন্দের রেস্টুরেন্টে বিকাশের মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত দেশসেরা রেস্টুরেন্টগুলোতে কমপক্ষে ১,০০০ টাকার খাবার অর্ডার করে বিকাশ পেমেন্ট করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন যেকোনো গ্রাহক। সোমবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অথেনটিক কাবাব এক্সপ্রেস, আড্ডা রেস্টুরেন্ট, বাও, ব্রিউস এন্ড বাইটস, কেক স্টোরিস, চাপ চাই, চিজ, চিকেন রিপাবলিক, কালিনারি, কেএফসি, খাজানা মিঠাই, ডো, ফ্রেশ গো কিচেন, কাহবে, কিভা হান, কোনা ক্যাফে, ম্যাডশেফ, ম্যানহাটন ফিস মার্কেট, অমল ফুডস, নওয়াব চাঁটগা, ওয়ায়িস ফুড, পাগলা বাবুর্চি, পেয়ালা, পিৎজা হাট, সেকেন্ড কাপ, সিক্রেট রেসিপি, স্মিথ’স ক্যাফে রেগালো, স্মোক মিউজিক ক্যাফে, স্প্যারোস, তাজা বিবিকিউ হাউজ, দ্য ফান্ডামেন্টাল রেস্টুরেন্ট, টনি রোমা'স, ইউনিক্যাফে, আরবান স্পুন, ওয়েল ফুড এবং ইয়াম ইয়াম দ্য ক্যাফে – এই রেস্টুরেন্টগুলোতে বিকাশ অ্যাপ, কিউআর কোড এবং ইউএসএসডি কোড *২৪৭# এর মাধ্যমে পেমেন্টে অফারটি গ্রহণ করা যাবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।
এই অফারটির পাশাপাশি বছরজুড়ে আরো বেশ কিছু রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, বাই ওয়ান-গেট ওয়ান অথবা বাই ওয়ান-গেট টু এর মতো আকর্ষনীয় অফার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।