Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সব সম্পদের দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে : অক্সফাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:২০ পিএম

বিশ্বে ২০২০ সাল থেকে যত সম্পদ হয়েছে, তার দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে। যার মূল্য ৪২ ট্রিলিয়ন মার্কিন ডলার। অক্সফাম এই তথ্য জানিয়েছে।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাথে মিল রেখে একটি নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সোমবার অক্সফামের ‘সারভাইভাল অফ দ্য রিচেস্ট’ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যার নিচের দিকে থাকা ৯৯ শতাংশ মানুষ যা পেয়েছে তার প্রায় দ্বিগুণ সম্পদ ওই ধনীরা পটেকে ভরছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নিয়ারের আয় প্রতিদিন গড়ে ২.৭ বিলিয়ন মার্কিন ডলার বাড়ছে। অপরদিকে ১.৭ বিলিয়ন শ্রমিক এমন দেশে বসবাস করছে, যেখানে মুদ্রাস্ফীতি মজুরি ছাড়িয়ে যাচ্ছে।

একই সময়ে বিশ্বের বিলিয়নিয়ারদের অর্ধেক এমন দেশে বসবাস করে যেখানে সরাসরি বংশধরদের কোনো উত্তরাধিকার ট্যাক্স দিতে হয় না। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ