Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ৩টি হাউইটজার কামান ধ্বংস করেছে রুশসেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম

রুশ বাহিনী গত দিনে খারকভ এবং ডোনেৎস্ক পিপলস রিপাবলিকে কাউন্টার-ব্যাটারি যুদ্ধের সময় ইউক্রেনের তিনটি ডি-২০ হাউইটজার কামান নিশ্চিহ্ন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার এ তথ্য জানিয়েছেন।

‘পাল্টা ব্যাটারি যুদ্ধে, খারকভ অঞ্চলের শেরবাকোভকার কাছে, সেইসাথে ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওরলোভকা এবং ডাইলিভকার কাছে তিনটি ডি-২০ হাউইটজার ধ্বংস করা হয়েছিল,’ মুখপাত্র বলেছেন।

কোনাশেনকভ যোগ করেছেন যে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভাসিলিভকার কাছে দুটি ২সি৩ আকাতসিয়া অটোমেটিক হাউইটজার নির্মূল করা হয়েছিল। একটি ডি-৩০ হাউইটজার এবং একটি ২এস১ গভোজডিকা অটোমেটিক হাউইটজারও ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের নোভোদমিত্রোভকা এবং জাপোরোজিয়া অঞ্চলের গুলাই পলির কাছে নিশ্চিহ্ন করা হয়েছে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশসেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ