Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের সঙ্গে কুটনৈতিক চ্যানেল খোলার প্রস্তাব

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিয়াদ ও তেহরানের মধ্যকার চলমান ক‚টনৈতিক সংকট নিরসনে সউদি বাদশার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার তিনি পাকিস্তান থেকে সউদি আরব যান এবং বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে তিনি ইরান ও সউদি আরবের মধ্যকার উত্তেজনা নিরসনের উপায় নিয়ে কথা বলেন। এছাড়া, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থ নিয়েও নওয়াজ শরীফ ও বাদশা সালমান আলাপ করেন। এর আগে, নওয়াজ শরীফ সউদি কিং সালমান বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছালে তাকে রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বান্দার বিন আবদুল আজিজ স্বাগত জানান। সেখান থেকে তিনি সউদি বাদশার সঙ্গে সাক্ষাতের জন্য রাজপ্রাসাদে যান।
এদিকে, সউদি রাজা সালমানকে পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তেহরানের সঙ্গে ক‚টনৈতিক চ্যানেল খোলার প্রস্তাব দিয়েছেন। সউদি আরবের ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী যুবরাজ মেতেব বিন আবদুলাহ বিন আবুদল আজিজের সঙ্গেও বৈঠক করেন নওয়াজ শরীফ। সউদি আরব সফরে নওয়াজের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া এবং পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি রয়েছেন। সউদি আরব সফর শেষে নওয়াজ শরীফ মঙ্গলবার ইরানে আসবেন। তেহরান সফরের সময় তিনি প্রেসিডেন্ট ড. হাসন রুহানি ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সউদি আরবের প্রখ্যাত শিয়া আলেম নিমর আল-নিমরের শিরñেদের পর তেহরান তীব্র সমালোচনা করলে রিয়াদ ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এপি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানের সঙ্গে কুটনৈতিক চ্যানেল খোলার প্রস্তাব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ