Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় বাস চাপায় নওগার যুবক স্বপন নিহত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৭:১৮ পিএম

ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় বাসের চাঁপায় স্বপন (২৮) নামের নওগার এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা খেদমত নামে একটি যাত্রীবাহি বাস বাংলাবাজার আওয়ামীলীগ অফিস সংলগ্ন এলাকায় আসে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা চাল ভরা একটি ট্রাক থেকে চাল অপসারণ করছেন শ্রমিকরা। এমন সময় ঐ ট্রাকে থাকা হেল্পার স্বপন বস্তা তুলতে গিয়ে হঠাৎ সড়কে ছিটকে পরেন এবং বাসের চাঁপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপালে পাঠালে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত স্বপন নওগাঁ জেলার মোকাররম আলীর ছেলে। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ