গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব কনভেনশন ২০২৩ বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সাথে আজ বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কনভেনশন বাস্তবায়ন কমিটির বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
বৈঠকে কনভেনশন বাস্তবায়ন কমিটি কাজের অগ্রগতির রিপোর্ট পেশ করা হয়। জানা যায়, কনভেনশন ঘিরে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জাগরণ তৈরি হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ১৩ জানুয়ারি শুক্রবার রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কের অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সঙ্কটাপন্ন এই জাতির প্রত্যাশা পূরণে বড় মাইল ফলক হবে ইনশাআল্লাহ। এছাড়াও কনভেনশনের সফলতার লক্ষে তিনি মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।