Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুততম মানবী শিরিনই

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে টানা চারবার দেশের দ্রুততম মানবী হলেন নৌবাহিনীর কৃতি অ্যাথলেট শিরিন আক্তার। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে আকর্ষণীয় এই ইভেন্টে শিরিন ১২.০১ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করে স্বর্ণপদক জিতে নেন। ১২.২০ সেকেন্ড সময়ে নৌবাহিনীর আরেক অ্যাথলেট সোহাগী আক্তার পান দ্বিতীয়স্থান। এবং ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন সেনাবাহিনীর বর্ষা খাতুন।
দেশের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টের প্রথমস্থানটা যেন নৌবাহিনীর দুই অ্যাথলেট মেজবাহ ও শিরিনের জন্যই বরাদ্দ রয়েছে। অন্তত গেল ক’বছর ধরে তাই দেখা যাচ্ছে। এই ইভেন্টের পুরুষ বিভাগে মেজবাহ সেরার খেতাব জিতেছেন পাঁচবার। আর মহিলা বিভাগে শিরিন টানা চার স্বর্ণপদকের মালিক। এ দু’জন ১০০ মিটার স্প্রিন্টের প্রথমস্থানটি ধরে রাখলেও এবার দ্বিতীয়স্থানটিও গেছে নৌবাহিনীর দখলেই। জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় অ্যাথলেটিক্সের প্রথমদিন বৃহস্পতিবার মেজবাহর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন একই সংস্থার আবদুর রউফ। দু’জনের পার্থক্য ছিল .০৬ সেকেন্ড সময়ের। কিন্তু গতকাল মহিলা বিভাগে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি সোহাগী। শিরিনের চেয়ে বেশ পিছিয়ে ছিলেন তিনি। ফিনিশিং লাইন স্পর্শ করতে দু’জনের পার্থক্যটা ছিলো .১৯ সেকেন্ড সময়ের।
রিও অলিম্পিকে খেলে আসা শিরিনের লক্ষ্য ছিল মেজবাহর মতই সেরার খেতাব ধরে রাখা। শেষ পর্যন্ত তিনি তা পেরেছেন। দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রাখতে পেরে দারুণ উচ্ছসিত শিরিন। উচ্ছাস এতোটাই ছিলো যে, ফিনিশিং লাইন স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেরা হয়ে অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের পাঁ ছুয়ে সালাম করেন। পরে কান্নার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিডিয়াকে বলেন, ‘ট্র্যাকে নামার আগে সোহাগীকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেছিলাম। তাই বেশ জোড়েই দৌঁড়েছিলাম। দৌঁড় শেষে দেখলাম আসলে আমিই প্রথম। তাই আনন্দে কান্না চলে এসেছে।’
শিরিন আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দ্বিতীয় বর্ষের ফাইনাল দিচ্ছেন। পরীক্ষা চলছে তারপরও থেমে থাকেননি। পরীক্ষা শেষ করে বিকাল ৩টায় অনুশীলন করতেন শিরিন, ‘এবার দ্রুততম মানবীর খেতাব ধরে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এ জন্য আমি নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। সংস্থার সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।’ শিরিনের আগের টাইমিং ছিল ১২.২০ সেকেন্ড। কিন্তু এবার কত সময় নিয়ে দৌঁড় শেষে করেছেন, তা তখনো না জানলেও তার টাইমিংয়ের যে উন্নতি হয়েছে সেটা বুঝতে পেরেছেন শিরিন, ‘আমার মনে হয় টাইমিংয়ে উন্নতি হয়েছে। এটাই আমার চাওয়া ছিল। আসলে অলিম্পিক গেমসে খেলাতেই একটি চ্যালেঞ্জ দাঁড়িয়ে গিয়েছিল সেরার মুকুট ধরে রাখার। চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই ছিল। তা ধরে রাখতে পেরে আমি খুশী।’ তবে মেজবাহর মতো শিরিনও বললেন দীর্ঘমেয়াদী অনুশীলনের অভাবের কথা, ‘দীর্ঘ মেয়াদী অনুশীলন করতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো। আর তা হলে আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিততে পারব বলে আমার আশা।’




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুততম মানবী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ