Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর নিয়ে টুইট! ভারতে মুসলিম ছাত্রীর বিরুদ্ধে শুরু আইনি প্রক্রিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৮:৩৫ পিএম

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি শেলা রশিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। শেলার বিরুদ্ধে অভিযোগ সেনা-বিরোধী টুইট করার।

এদিন লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরের তরফে করা একটি টুইটে একথা জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা শেলা রশিদ, যিনি জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সহ সভাপতি ও এআইএসএ-র সদস্য, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন সেনা-বিরোধী টুইট করার অভিযোগে।’

২০১৯ সালে এই অভিযোগেই শেলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় মামলা দায়ের হয়েছিল। ঠিক কী টুইট করেছিলেন শেলা? তার দাবি ছিল, ভারতীয় সেনা অধিৃকত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তিনি লেখেন, ‘সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘরদোর ভাঙচুর করছে, ইচ্ছাকৃত ভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে ইত্যাদি।’

অন্য একটি পোস্টে তাকে লিখতে দেখা যায়, ‘সোপিয়ানে সেনা ছাউনিতে চারজনকে ডেকে নিয়ে অত্যাচার করা হয়েছে। তাদের আশপাশে মাইক রেখে দেয়া হয়েছিল, যাতে তাদের চিৎকার পুরো এলাকা শুনতে পায়। এর ফলে গোটা এলাকাতেই ভীতির সঞ্চার হয়েছে।’

শেলার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল সেনা। সেই সময় থেকেই ওই দুই টুইট ঘিরে বিতর্ক ঘনায়। শেলার বিরুদ্ধে এবার আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি পুলিশ এই প্রস্তাব রেখেছিল। যে প্রস্তাবকে সমর্থন করেছিল দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তর। জানা গিয়েছে শেলার বিরুদ্ধে ১৫৩এ ধারায় মামলা দায়ের হবে। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ