Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ডোনেৎস্কে ১৭৮টি হিমারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৩ পিএম | আপডেট : ৮:০৩ পিএম, ৯ জানুয়ারি, ২০২৩

ডনবাসে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ডোনেৎস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর) মোট ১৭৮টি হিমার্স রকেট ছুড়েছে।

যৌথ নিয়ন্ত্রণ ও সমন্বয় কেন্দ্রের ডিপিআর মিশন সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

‘ডিপিআর মিশনে গত ৩২৬ দিনের মধ্যে ১৪,৬১৫টি আক্রমণ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ১৪,২৮৪টি ভারী অস্ত্র জড়িত ছিল,’ বিবৃতিতে বলা হয়েছে।

‘শত্রুরা বিভিন্ন ক্যালিবারের ৯৪,৮৭৯টি যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে ৩৭ তোচকা-ইউ রকেট, ১৭৮ হিমারস রকেট, ২৫৫ বিএম-২৭ উরাগন রকেট, ১২,৪৯৯ এমএলআরএস রকেট (১২২ মিমি) এবং ১৮,৬৬১টি ১৫৫মিমি গুলি,’ মিশন নির্দ্দিষ্ট করে জানিয়েছে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ