প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রন্ধনকলা নিয়ে স্টার প্লাসের রিয়েলিটি শো ‘মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ফাইভ’-এর এখন চূড়ান্ত পর্ব চলছে। চার ফাইনালিস্ট এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। আর একদিন পরই দর্শকরা জানতে পারবে কে এবারের শ্রেষ্ঠ রন্ধনবিদ হবে। এই চার ফাইনালিস্টের মধ্যে কে সেরা তা নির্ধারণ এবং রান্না-বান্না আর খাবার নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনার জন্য থাকবেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী সোনাক্ষি সিনহা।
সোনাক্ষি সিনহা নিজেই একজন ভোজনরসিক মানুষ। খাবার তার আর অন্যদের জীবনে কিভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও বলবেন তিনি। মজার ব্যাপার হচ্ছে চার প্রতিযোগী তার জন্যও বিশেষ একটি ডিশ রাঁধবে। আর অভিনেত্রীটি তার মায়ের হাতের সেই সুস্বাদু খাবারের কথাও বলবেন।
‘মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ফাইভ’-এর চূড়ান্ত পর্যায়ে আছেন কীর্তি ভৌতিকা (কোলকাতা), দিনেশ পাটেল (লন্ডন), মির্বান বিনায়ক (ফরিদাবাদ, হরিয়ানা), অশিমা অরোরা (অমৃতসর, পাঞ্জাব)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।