Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৫০ সালের পর কৃষিজমি থাকবে না : ইটভাটা বন্ধের দাবি বাপার

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সারাদেশে অনুমোদনহীন হাজারো ইটভাটা গড়ে উঠছে। এ ভাবে গড়ে উঠতে থাকলে আগামী ২০৫০ সালের পর কোনো কৃষিজমি থাকবে না। টাঙ্গাইলের ভুঞাপুর শিয়ালকোলে আঁখি ব্রিকস ইটভাটার সব কার্যক্রম বন্ধের দাবিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েসের সহযোগিতায় লেখক কলামিস্ট আবুল মকসুদের সভাপতিত্বে এক নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।
নাগরিক সমাবেশে বলা হয়, ভুয়াপুর থানা প্রশাসনের অনুমতির ব্যতীত পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করছে ভূমিদস্যু নুরে আলম, যার ফলে আশপাশের কৃষি জমিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আরো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাপার যুগ্ম-সম্পাদক শরিফ জামাল বলেন, আঁখি ব্রিকস একটা রূপক মাত্র, সারা দেশে এরকম হাজারো অনুমোদনহীন ইটভাটা রয়েছে। প্রশাসনের উচিত এখনোই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তিনি  বলেন, এভাবে চলতে থাকলে আগামী ২০৫০ সালের পর কোনো কৃষিজমি থাকবে না। সভাপতির বক্তব্যে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে যত্রতত্র ইটভাটা গড়ে ওঠার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সারা দেশে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, মালিকের পাশাপাশি যে প্রশাসন তাদের সাহায্য করেছে, তারা সবাই অপরাধী, তাদের আইনের আওতায় আনতে হবে, দেশের পরিবেশ রক্ষা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিজমি

২৮ ফেব্রুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ