Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ২:০৮ পিএম

পঞ্চগড়ে হিমালয়ের হিম বাতাস, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসায় ঠান্ডায় কাঁপছে মানুষসহ পশু-পাখি।গত তিনদিন ধরে

চলছে মৃদু শৈত প্রবাহ। হিমেল হাওয়া আর কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
আবহাওয়া অফিস বলছে, আরো কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ জানান,টানা তিনদিন ধরে জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলছে। শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডার প্রকোপ আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
বোর্ড বাজার এলাকার অটোচালক শাহআলম ও আনিছুর জানান,সকাল ১০ টার আগে বাড়ি থেকে বের হওয়া খুব কষ্টকর।যেভাবে বাতাস বইছে ঠান্ডায় হাত-পা বাঁকা হয়ে আসে।

রাজমিস্ত্রী আনোয়ার, রবিউল জানান,পাথর-বালু আর পানি নিয়েই আমাদের কাজ। যেভাবে ঠান্ডা শুরু হয়েছে কাজেই করা যাচ্ছেনা।
সরেজমিনে দেখা গেছে, জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ, হিম বাতাস আর তীব্র শীতে অতি প্রয়োজন ছাড়া সকাল সাড়ে ১০ টার আগে ঘর থেকে খুব কম সংখ্যক মানুষ বের হয়েছে।রাতভর টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা।অনেকে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।পুরান গরম কাপড়ের দোকানে ভীর লক্ষ্য করা গেছে। শীত উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন শ্রমজীবী মানুষেরা।শীতে শিশু ও বৃদ্ধ রোগীর চাপ বাড়ছে হাসপাতাল গুলোতে।যদিও শীতে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।আয় কমেছে নি¤œ ও মধ্যবিত্তদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্যপ্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ