Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমালয় ছুঁয়ে আসা হিমেল হাওয়ায় কাঁপছে রাজশাহী

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩৮ পিএম

হিমালয় ছুঁয়ে আসা হিমেল হাওয়ায় রাজশাহী অঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত। গত এক সপ্তাহ থেকেই চলছে মৃদু শৈত্য প্রবাহ। টানা গত কয়েকদিন থেকে বেলা বারোটা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১২ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। দুপুরের দিকে দু’তিন ঘন্টার জন্য সূর্যের মুখ দেখা গেলেও তা ছিল তাপ হিন। সন্ধ্যার পর পরই আবারও নামছে কুয়াশা। রাত আটটার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে চারিদিক। রাত যত গভীর হয় কুয়াশা তত গভীর হয়।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন- ঠান্ডা বাতাসের কারণে এই তাপমাত্রা গায়ে লাগছে না কারোরই। আর এই হিমেল হাওয়ার দাপটেই কাঁপছে রাজশাহী অঞ্চলের ছিন্নমূল মানুষ। শ্রমজীবী মানুষ শীতের মধ্যেই কাজের সন্ধানে বের হলেও চাকরীজিবীরাও কিছুটা বিলম্বে অফিসে যাচ্ছে। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলছে দেরীতে।
এই শীতে বেশী কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। আর এই শীতে ঠান্ডাজনিত রোগ দেখা দেওয়ায় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজ তলা ঠিকমত পরিচর্যা করতে না পারা ও কুয়াশায় চারা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্যপ্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ