Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আল-রাজী ইসলামিয়া হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রা.) লি.-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের কার্যক্রমকে কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ডা. মো. রফিকুল ইসলামকে চেয়ারম্যান ও মুহাম্মদ লুৎফুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক এবং মো. মজিবুর রহমান চৌধুরীকে ডাইরেক্টর (ফাইন্যান্স) হিসাবে চূড়ান্তভাবে (২০১৬-২০১৯ সেশনের জন্য) নির্বাচিত করা হয়। হাসপাতালের নবগঠিত কমিটি হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও কোম্পানির ব্যবসায় সম্প্রসারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব শরিফ আলী খান, মো. মাহ্বুবুল আলম, মো. মাকসুদ হোসেন (মহসিন), শাহাদাত হোসেন, ইস্কান্দার মির্জা শামীম, মো. মাইন উদ্দীন, নুর মোহাম্মদ, এ্যাড. জাহানারা বেগম রোজী, মো. জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, মো. ফজলুল করিম ভূইয়া, মো. আমজাদ হোসেন, মো. আনোয়ার হোসেন লিটন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ