Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরীবদের মাঝে আল-রাজী ইসলামিয়া হাসপাতালের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রা.) লি. এর উদ্যোগে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনশ্রী কল্যাণ সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল হাসান। হাসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরী এর সাবেক দপ্তর সম্পাদক আ. হাকিম লাল, ঢাকা ইস্টার্ন কলেজের চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ্, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এর ইনচার্জ মো. কবির হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেকেই তাক্বওয়া পরহেজগারী অর্জনের প্রচেষ্টা অব্যহত রাখতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। শেষে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরীবদের মাঝে আল-রাজী ইসলামিয়া হাসপাতালের ইফতার সামগ্রী বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ