Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের বিভিন্ন এলাকার চুরির মোবাইল বিক্রি হতো শাহবাগ এলাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম

রাজধানীর গুলিস্থান ওসমানী পার্ক এলাকা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহিত চোরাই মোবাইল ফোন মজুদ, বেচা-কেনা ও প্রদর্শন করার অপরাধে ৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তারদের নাম ১- মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।


শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব-১০ এর অধিনায়ক জানায়, তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।


তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ