Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উস্কানিমূলক প্রবেশ অগ্রণযোগ্য : তুরস্ক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

তুরস্ক বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রীর ‘উস্কানিমূলক’ প্রবেশের নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার পর তার উদ্ধৃতি দিয়ে কাভুসোগলুর দফতর জানায়, ‘আল-আকসা মসজিদে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উস্কানিমূলক প্রবেশকে আমরা অগ্রহণযোগ্য মনে করি।’ জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন পর বেন-গভির মঙ্গলবার এ মসজিদে প্রবেশ করেন। অত্যন্ত সংবেদনশীল এ স্থানে তার প্রবেশ করা নিয়ে কঠোর সমালোচনার জন্ম দিয়েছে। আল-আকসা হচ্ছে ইসলামের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তারা প্রাঙ্গণটিকে টেম্পল মাউন্ট মনে করে। ২০১০ সালে গাজা উপত্যকায় সাহায্যবহনকারী তুরস্কের এটি জাহাজে ইসরাইলি হামলায় ১০ জন নিহত হওয়ার পর দেশ দু’টির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত আগস্টে ইসরাইল ও তুরস্ক সম্পর্ক পুরোপুরি পুনঃস্থাপন এবং উভয় দেশের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ঘোষণা দেয়। উভয়পক্ষের সম্পর্কের এমন উষ্ণতা চলাকালে আঙ্কারার পক্ষ থেকে এ নিন্দা জানানো হলো। গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসায় বেনইয়ামিন নেতানিয়হুকে অভিনন্দন জানান। এ দুই নেতার মধ্যে ব্যক্তিগত শত্রুতার ইতিহাস থাকা সত্ত্বেও তিনি তাকে অভিনন্দন জানান। কাভুসোগলু নতুন ইসরাইলি পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বলেন, দুই দেশ ‘দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করবে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ