মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই সুযোগ কাজে লাগাতে খনিজ তেলের উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছে ইরান। গত সোমবার ইরানি কর্তৃপক্ষের এ নির্দেশের পর দেশটির উপ তেলমন্ত্রী রোকনেদ্দিন জাভাদি বলেন, উৎপাদন বাড়ানোর নির্দেশ ইস্যু করা হয়েছে। ইরান দিনপ্রতি তেলের উৎপাদন পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত বাড়াতে পারে বলে জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সই হওয়া পরমাণু চুক্তির আওতায় গত শনিবার ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিদেশে জব্দ করা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত হয়েছে, দেশটির বিদেশি বিনিয়োগের দ্বার খুলেছে এবং বিশ্ব বাজারে ফের তেল রফতানিতে শুরু করতে পারছে দেশটি। বিশ্ব বাজারে চাহিদা থেকে সরবরাহ বেশি থাকায় তেলের মূল্য আগে থেকেই কম ছিল। এখন বাজারে নতুন করে ইরানি তেল প্রবেশ করার মুখে সোমবার তেলের মূল্য ২০০৩ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ভিড় জমিয়েছে। বিমান থেকে শুরু করে টেলিকমের মতো খাতগুলো প্রচুর ব্যবসার সুযোগ তৈরি করেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।