নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এবার বাংলাদেশ মহিলা ফুটবল দলের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ালটন গ্রæপ। তারা চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় মহিলা দলের স্পন্সর হিসেবে এগিয়ে আসলো। ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে সাফ মহিলা চাম্পিয়নশিপের খেলা। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ওয়ালটনকে জাতীয় মহিলা দলের স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সংবাদ সম্মেলনে জানানো হয় স্পন্সর হিসেবে জাতীয় মহিলা ফুটবল দলকে নগদ ৫ লাখ টাকা দিচ্ছে ওয়ালটন। এছাড়াও অনুশীলন জার্সি এবং আনুষাঙ্গিক সরঞ্জাম দেবে তারা। যার মূল্যমান হবে প্রায় দুই লাখ টাকা। আসন্ন সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শক্তিশালী আফগানিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।