পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : দেশে প্রথমবারের মতো চা প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী মাসে হবে এই চা প্রদর্শনী । রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নিজেদের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে স্থানীয় কোম্পানিগুলো এতে অংশ নেবে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ জানান, চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ হিসাবে আট কোটি কেজি চা উৎপাদন হয়েছে। গত বছর সাত কোটি ৮০ লাখ কেজি চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ছয় কোটি ৮০ লাখ কেজি চা। প্রদর্শনীতে বাংলাদেশে চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও চা সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হবে। প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। চা শিল্পের যন্ত্রপাতি প্রদর্শনের জন্য চারটি প্রতিষ্ঠান অংশ নেবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রফতানি আরও বাড়াবে বাংলাদেশ। চা শিল্পের উন্নয়নে পথনকশা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করায় চায়ের উৎপাদন এবার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মধ্যে চায়ের উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি হবে। চা প্রদর্শনীর এ আয়োজনে সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ চা সংসদ, সিটি গ্রæপ, ডানকান ব্রাদার্স, ফিনলে চা, এইচআরসি, ইস্পাহানি, সিলোন চা। সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরদাশির কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।