Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট ও মৌলভীবাজারে রিগ্যাল ইম্পোরিয়ামের দুটি আউটলেট চালু

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গৃহ ও অফিস সাজানোর ফার্নিচারসহ নানান পণ্য বিপণনের জন্য সিলেট ও মৌলভীবাজারে রিগ্যাল ইম্পোরিয়ামের দুটি আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের শমসেরনগর রোডে আউটলেট দু’টি উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
রিগ্যাল খাট, ওয়্যারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট, সেন্টার টেবিল, পোর্টেবল কিচেন কেবিনেটসহ আরএফএলের প্লাস্টিক পণ্য ও ইলেট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে। এ সময় আর এন পাল বলেন, গুণগত ও মানসম্পন্ন রিগ্যাল ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এ আউটলেট থেকে ক্রয় করতে পারবেন। ক্রেতাদের সুবিধার্তে শীঘ্রই রিগ্যাল ইম্পোরিয়ামের আউটলেট সারাদেশে চালু করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে রিগ্যাল ইম্পোরিয়ামের সেলস্ ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ