Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে দুপক্ষের মারামারিতে ১৩ জন আহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী গ্রামে জমি নিয়ে মারামারিতে ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার বেলা ৩টায় কাঠালবাড়ি বিলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬) নামে ২ জন। তারা কাঠালবাড়ী গ্রামের জসিম উদ্দিনের পুত্র। তাদের মধ্যে আহম্মদ আলীর হাতের কব্জি কেঠে ফেলা হয়েছে ও আরিফুল ইসলামের মাথায় কুপ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে মারামারি হয়েছে। এতে ২ পক্ষের কমপক্ষে ১৩জন আহত হয়েছেন।


কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহ আলম জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারি থামায়। মারামারিতে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে আটক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ