Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর মামলা!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম


সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে হেরে যাওয়া এক প্রার্থী ৬৬ জন ভোটারের বিরুদ্ধে টাকা ফেরত চেয়ে মামলা করেছেন।

গত ১ জানুয়ারি রবিবার সিলেটের বিচারিক হাকিম শাকিলা ফারজানা চৌধুরী শুমুর আদালতে এ মামলা করেন মুজিবুর রহমান চৌধুরী নামের ওই ব্যক্তি। তিনি সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন। ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হেরে যান মুজিবুর রহমান।

মামলার বাদী পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার এজাহারে মুজিবুর রহমান উল্লেখ করেন, নির্বাচনের আগে ভোটাররা তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১৩ লাখ ৫৫ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তারা কেউ টাকা ফেরত দেননি।

নির্বাচনের প্রায় আড়াই মাস পর মামলা দায়ের প্রসঙ্গে মুজিবুর রহমান চৌধুরী বলেন, এতোদিন আমার টাকা ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করেছি। তাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তাদরে কেউই টাকা ফেরত দেননি। ফলে বাধ্য হয়ে মামলা করেছি। তবে ভোট দেওয়ার আশ্বাসে টাকা দেননি বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ