মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ সংবাদকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যারিসভিত্তিক গণমাধ্যম অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ থেকে ২০২২-এর মধ্যকার দুই দশক ‘তথ্য প্রদানের অধিকারের সেবায় নিয়োজিতদের জন্য বিশেষভাবে মারাত্মক ছিল’।
আরএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল ইরাক ও সিরিয়া। এ দুই দেশে ২০ বছরে মোট ৫৭৮ সাংবাদিক নিহত হয়েছেন। এর পরেই রয়েছে মেক্সিকো (১২৫ জন), ফিলিপাইন (১০৭ জন), পাকিস্তান (৯৩ জন), আফগানিস্তান (৮১ জন) এবং সোমালিয়া (৭৮ জন)।
এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর দেশটিতে আটজন সাংবাদিক নিহত হয়েছেন। বর্তমানে ইউরোপে গণমাধ্যমের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে রাশিয়ার পরই রয়েছে ইউক্রেন। রাশিয়ায় গত ২০ বছরে ২৫ জন সাংবাদিক নিহত হয়েছেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।